সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
প্রবল প্রতাপশালী কিম জং উনের ব্রেন ডেথের খবর ঘিরে গোটা বিশ্ব এখন তোলপাড়। উত্তর কোরিয়ার দন্ডমুন্ডের কর্তা কিম কি সত্যিই গুরুতর অসুস্থ?
গোটা মিডিয়া জুড়ে মঙ্গলবার থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দিনভর। ঘটনার সুত্রপাত ঘটে ১৫ ই এপ্রিল যখন উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিমের দাদুর জন্মদিনে কিম অনুপস্থিত থাকে। পুরো উৎসবের সময়কালে কোথাও কিমের উপস্থিতি চোখে পড়ে নি, এমনকি কেউ তাঁকে কোথাও বক্তব্য রাখতেও শোনেনি কোথাও। এরপরই দক্ষিন কোরিয়ার একটি নিউজ পোর্টাল দাবী করে অত্যধিক ধূমপান, মেদ ও কাজের চাপে অসুস্থ হয়েছেন কিম এবং তাঁর কারডিওভাস্কুলার চিকিৎসাও চলছে। এর থেকে এক ধাপ এগিয়ে মার্কিন গোয়েন্দারা দাবী করেন কিম ‘ গুরুতর অসুস্থ ‘।
উত্তর কোরিয়ার ভেতরকার খবর বাইরে আসা খুব কঠিন কারন সংবাদমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রন রয়েছে সরকারের। তাই আসল সত্যটা জানতে সময়ের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।