সংবাদ ভাস্কর নিউজ : সূত্রে খবর দেশের সবচেয়ে দামি লিগ খেলার ব্যাপারে ইষ্টবেঙ্গল কার্যত মনস্থির করে ফেলেছে। সেটা বোঝা যাচ্ছে লকডাউন চলাকালীন দলবদল জমিয়ে ওঠায়। একের পর এক চমক দিয়ে আই লিগ এবং আই এসএল খেলা ফুটবলারদের ঘরে তুলে নিচ্ছে লাল—হলুদ। ২০১৯—২০ সালে আই লিগে অভিষেক হওয়া ট্রাউ এফসির মিডফিল্ডার আনগৌসানা লুয়াংকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল।
-Advertisement-
সূত্র জী নিউজ