
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বাঙ্গুর হাসপাতালের আসল চিত্রটি ঘিরে ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এই প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করেন কোলকাতা পুলিশের কাছে ওই ভিডিও পোস্টদাতাকে গ্রেফতার করা হয়েছে কিনা। পুলিশ অবশ্য তাঁকে জানিয়েছে যুবকের বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হয়নি।
প্রসঙ্গত, সোমনাথ দাস নামক ওই যুবকটি করোনা আক্রান্ত সন্দেহে বাঙ্গুর হাসপাতালে আসেন পরীক্ষার জন্য। সেখানে তিনি হাসপাতালের চরম অব্যবস্থার একটি ভিডিও করে পোস্ট করে দেন নিজের ফেসবুকে। পরে অবশ্য তাঁর রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিয়োটি দিয়ে অবিলম্বে এর ব্যাখ্যা চান আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়।
রাজ্য সরকারের এত আশ্বাস সত্ত্বেও বাস্তব চিত্র আসলে কি তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই ভিডিও।