
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
বুধবার বিকেলে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে একটি আদেশনামা জারী করে জানান,” বিশেষজ্ঞদের মতে জুতোর চেয়েও মোবাইল ফোন থেকে করোনা সংক্রমণের আশঙ্কা অনেক বেশী। তাই হাসপাতালে ল্যান্ডলাইন ফোনের ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রুগী কেউ মোবাইল নিয়ে হাসপাতালের ভেতর প্রবেশ করতে পারবেন না। প্রবেশের সময়ই একটি নির্দিষ্ট কাউন্টারে মোবাইল জমা রেখে টোকেন নিয়ে প্রবেশ করতে হবে। আবার সেই টোকেনের বিনিময়েই বেরোনোর সময় পাওয়া যাবে মোবাইল।
রাজ্যে এই মুহূর্তে প্রায় ৩০০ জন করোনা আক্রান্ত। গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছে ৩২ জন ও মোট মৃত ১৫। সুত্রের খবর যে হারে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন তাঁর একটি কারন হিসেবে মোবাইলের ব্যবহারের উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। সমস্তরকম সুরক্ষাবিধি মানার পরও শুধুমাত্র বারবার মোবাইল ব্যবহারই এদেরকে সংক্রমণের দিকে টেনে নিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। তাই আপাতত বেস-ফোন বা ইন্টারকমের মাধ্যমেই হাসপাতালের ভেতর অভ্যন্তরীন যোগাযোগ রক্ষা করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর।
অনেকে অবশ্য সম্প্রতি ভাইরাল হওয়া বাঙ্গুর হাসপাতালের ভেতরকার অব্যবস্থা বাইরে প্রকাশ হয়ে যাওয়াকেই এর উৎস বলে মানছেন। তাঁরা মনে করছেন ওয়ার্ডের মধ্যেকার কোন ছবি যাতে বাইরে না আসে তাই এই নিষেধাজ্ঞা।