-Advertisement-

চীনের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের হল আমেরিকান আদালতে

আন্তর্জাতিক খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

আমেরিকার শহর মিসৌরি প্রথম সমগ্র বিশ্বে করোনা অতিমারী ছড়ানোর অভিযোগে মামলা করলো চীনের বিরুদ্ধে। এই প্রথম কোন দেশ সরাসরি আইনী অভিযোগ আনল চীনের বিরুদ্ধে।

মিসৌরি অ্যাটর্নি জেনারেল এরিক স্মিতের কার্যালয় স্পষ্টতই সিদ্ধান্ত নিয়েছে যে, ভাইরাসের বিরুদ্ধে মামলা করার কোনও উপায়ের অভাবে, পরবর্তী জাতের এই পদক্ষেপটি যেখানে এই রোগের উদ্ভব হয়েছিল সেই সমস্ত দেশকে আদালতে নিয়ে যাওয়া। এ লক্ষ্যে, স্মিতের অফিস গতকাল বলেছিল যে তারা “চীনা সরকার, চীনা কমিউনিস্ট পার্টি, এবং অন্যান্য চীনা কর্মকর্তা এবং সংস্থাগুলির” বিরুদ্ধে COVID-19 মহামারীটির জন্য মামলা করেছে।

-Advertisement-

সোমবার পর্যন্ত মিসৌরিতে আক্রান্তের সংখ্যা ছিল ৫,৮০০ এরও বেশী ও মৃত ১৭৭ জন। এরপরেই সিদ্ধান্ত নেয় তাঁরা করোনাভাইরাসের ভুল তথ্য প্রদান ও তথ্য গোপনের অভিযোগে মামলা করবেন।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-