সংবাদ ভাস্কর নিউজ :: পরিমল কর্মকার : লকডাউনের মধ্যে জনগনকে স্বস্তি দিতে গরিব, মধ্যবিত্ত এসব বাছবিচার না করে রেশনে সকলকেই ৫ কেজি করে চাল বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার খাদ্য ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকের শেষে একথা ঘোষণা করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী মে মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।জানা গিয়েছে, লকডাউন শুরুর পর গত ১ এপ্রিল থেকে অন্ত্যদয় অন্ন যোজনা (AAY), অগ্রাধিকার প্রাপ্ত পরিবার (PHH), বিশেষ পরিবার (SPHH), রাজা খাদ্য সুরক্ষা যোজনা ১ (RKSY1), বিশেষ উপজাতি (Special Tribal Cardw) রেশন কার্ড গ্রাহকেরা বিনামূল্যে চাল, আটা ইত্যাদি পেতেন। কিন্তু রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ (RKSY 2) এর অন্তর্ভুক্ত সচ্ছল তথা মধ্যবিত্ত পরিবারের সদস্যরা রেশনে বিনামূল্যে চাল পেতেন না। কিন্তু সোমবার খাদ্য ভবনে এক বৈঠকে এই সিদ্ধান্তের পর এই শ্রেণীভুক্ত রেশন কার্ড গ্রাহকেরাও মাসে বিনামূল্যে ৫ কেজি করে চাল পাবেন। আগামী ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। সরকারি এই সিদ্ধান্তের পর সচ্ছল পরিবারের মানুষেরা কার্যত: খুশি। লকডাউনের টানা বন্ধের জেরে সাধারণ মানুষের জীবন জীবিকা বিপন্ন। এই পরিস্থিতিতে গরিব মানুষেরা রেশনে বিনামূল্যে চাল পেলেও সচ্ছল বা মধ্যবিত্ত পরিবারের মানুষেরা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। উল্লেখ্য, লকডাউনের বন্দীদশায় গরিব মানুষেরা রেশনে বিনামূল্যে চাল, আটা ইত্যাদি তো পেতেনই, উপরন্তু সরকারি ও বেসরকারি “ত্রাণ” সাহায্যও পেয়েছেন। কিন্তু উপেক্ষিত ছিলেন মধ্যবিত্ত তথা সচ্ছল পরিবারের মানুষেরাই। এ নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় সোচ্চার ছিল সাধারণ মানুষ থেকে সংবাদ মাধ্যমও। কিন্তু রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে চাল দেওয়ার সরকারি সিদ্ধান্তই কার্যত: বন্ধ করল সব সমালোচনাকে।
আগামী মে মাস থেকে রেশনে সমস্ত মানুষকে বিনামূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের
-Advertisement-