সংবাদ ভাস্কর, দুর্গাপুর :করোনা মুক্ত করতে দুর্গাপুরে সানিটাইসিং প্রক্রিয়াকরণ ,, সম্প্রতি সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের ত্রাসে একপ্রকার ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে | বিশ্ববাসী যখন দিনের পর দিন একাধিক মৃত্যু মিছিল দেখে যাচ্ছে সমগ্র বিশ্বজুড়ে | যখন বিশ্ব অর্থনীতি একপ্রকার তলানিতে এসে ঠেকেছে | আর এই মহামারীকে প্রতিহত করার এক ও অদ্বিতীয় উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা | যার প্রধান কারণ হলো এই মহামারীর এখনও পর্যন্ত কোনও পরীক্ষামূলক ওষুধ আৱিস্কাৰ হয়নি | তাই এই মহামারীকে প্রতিহত করার একমাত্র পথ হিসেবে লক ডাউনের মতন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার | পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার একটি বিশেষ সানিটাইসিং করার উদ্যোগ নেওয়া হয় | এই আওতায় আসানসোল ও দুর্গাপুর পুরসভার যে সমস্ত বাজার হাট থেকে শুরু করে বিভিন্ন সরকারী অফিস ব্যাংক অর্থাৎ যেখানে একাধিক মানুষজনের সমাগম রয়েছে সেই সমস্ত জায়গা জীবানুমুক্তকরনের জন্য এদিন উদ্যোগ নেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে | তবে একদিনের এই বিশেষ সানিটাইসিং প্রক্রিয়া করণের মাধ্যমে যে সমগ্র দুর্গাপুর এর সানিটাইসিং সম্ভব নয় সেই বিষয়টিও স্পষ্ট ভাবে ব্যক্ত করেছেন দুর্গাপুরের মহকুমা শাসক | একইসাথে তিনি এও বলেছেন যে যতদিন না পর্যন্ত পরিবেশ করোনা মুক্ত হচ্ছে ততদিন যাবত এই জীবানুমুক্তকরনের কাজ চলতে থাকবে | সেই কারণের জন্যই দুর্গাপুরের বড়ো বড়ো মার্কেট প্লেস , হাসপাতাল , শিক্ষা প্রতিষ্ঠান , ব্যাঙ্ক , অফিস বিভিন্ন জায়গাগুলিতে এই সানিটাইসিং প্রক্রিয়া কার্যকর করা হয় | আর এই কার্যে বিশেষ ভাবে সহযোগিতা করছে দুর্গাপুর দমকল বিভাগ এর দুটি ইঞ্জিন সি এম ই আর আই থেকে জীবানুমুক্ত করার ট্যাংকার | এই প্রক্রিয়া যদি কিছু দিন ধরে একনাগাড়ে করা হয় তাহলে দুর্গাপুর শহরটিকে কিছুটা হলেও এই মহামারীর হাত থেকে রক্ষা করা সম্ভব হবে বলে আশা করা যায় |
শিল্প তালুক দুর্গাপুরের বাজারগুলিতে সানিটাইসিং প্রক্রিয়া
-Advertisement-