-Advertisement-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন ১০ সপ্তাহ লকডাউন দরকার বিপদ কমাতে

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

মেডিকেল জার্নাল দ্য় ল্যানসেট-এর এডিটর ইন চিফ রিচার্ড হর্টন এখনই ভারতে লকডাউন তুলতে না করছেন। তাঁর মতে অন্তত ১০ সপ্তাহ টানা লকডাউন থাকলে বিপদের সম্ভাবনা কম।

প্রধানমন্ত্রী আগামী ৩ রা মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছেন। অনেক মানুষের মনে ধারনা হয়েছে লকডাউন শেষ হলে হয়ত সব আগের মত হয়ে যাবে। প্রত্যেকেই স্বাধীনমত বাইরে বেরোনো ও ঘোরাফেরা করতে পারবে। কিন্তু রিচার্ড জানাচ্ছেন, সব একেবারে আগের মত হবে না এত তাড়াতাড়ি। যদি ১০ সপ্তাহ লকডাউন থাকে তাহলে তারপরও বাইরে বেরোতে গেলে মাস্ক পরতে হবে, পরিস্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হবে। তাড়াহুড়ো করে সব স্বাভাবিক করার চেষ্টা করলে হয়ত পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।

-Advertisement-

কিন্তু প্রশ্ন আসতেই পারে ১০ সপ্তাহ মেয়াদ বৃদ্ধি করলেও কি ছড়াতে পারে করোনা? এর উত্তরে তিনি বলেন, করোনার প্রভাব তখন আর আগের মত থাকবে না। খুব অল্প লোকের মধ্যে তা থাকবে এবং যথাযথ টেস্ট ও চিকিৎসার মাধ্যমে তার মোকাবিলা করা সম্ভব।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-