সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
লকডাউনের মধ্যেও মাইক হাতে সচেতনবার্তা প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মৌলালি ও বেহালা এবং শুক্রবার যাদবপুর ও অভিষিক্তায় মানুষকে সচেতন করতে পৌঁছে যান তিনি। সকল মানুষকে অনুরোধ করেন মাস্ক পরতে এবং যে কোন দরকারে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। জনগনকে লকডাউন বিধি কঠোরভাবে মেনে চলার অনুরোধও করেন তিনি।
তিনি আরও পরামর্শ দেন,” বাসন্তী পুজো, অন্নপূর্না পুজো হয়ে গিয়েছে। এখন ঘরটাই আমাদের মন্দির-মসজিদ-গুরুদ্বার। ঘরে বসেই প্রাথর্না করুন। প্রশাসন সবরকম চেষ্টা করছে যাতে মানুষ ভাল থাকে। সামাজিক দুরত্ব মেনে চলতে হবে। করোনা সময়মতো ধরা পড়লে ঠিকমতো চিকিৎসা হলে সেরে যাবে।” চিকিৎসকদের পরামর্শ ও প্রোটোকল মেনে চললেই রোগ থেকে ভাল হওয়া যায়, এই আশ্বাসও দিয়েছেন তিনি।