সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
আজকাল পত্রিকায় বর্ষীয়ান ক্রীড়া চিত্র সাংবাদিক রনজয় রায় গতকাল প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
মুখ্যমন্ত্রী গতকাল নিজের টুইট করে এই খবর জানিয়েছেন। তিনি বলেন,” বিশিষ্ট চিত্র সাংবাদিক রণজয় রায় (রনি)-এর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ কলকাতায় তাঁর মৃত্যু হয়েছে। তিনি ‘আজকাল’ পত্রিকার ক্রীড়া বিভাগের সঙ্গে প্রায় ২৫ বছর যুক্ত ছিলেন। তার আগে কাজ করেছেন ‘ভারতকথা’ পত্রিকায়। তাঁর মৃত্যুতে চিত্র সাংবাদিকতার জগতে বিশেষ শূন্যতার সৃষ্টি হল। আমি রণজয় রায়ের পরিবার- পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
দীর্ঘদিন চিত্র সাংবাদিক হিসেবে সুনামের সঙ্গে দেশে বিদেশের মাটিতে কাজ করে গেছেন রনজয়। সদাহাস্যময় এই মানুষটি সকলেরই প্রিয় ছিলেন। তাঁর আকস্মিক প্রয়ানে গোটা সংবাদ মহল শোকস্তব্ধ।