সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে গ্লাভস ও মাস্ক সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ হয়ে উঠেছে আপামর বিশ্ববাসীর কাছে, তা আবার বাতিল হলে হয়ে উঠতে পারে বিশ্বত্রাস, এমনই মত বিজ্ঞানীদের।
ব্যবহারের পর ঠিকমতো উপায়ে নষ্ট না করলে এই কাজের জিনিসগুলি দুষিত করতে পারে পরিবেশ, নতুনভাবে ছড়াতে পারে রোগ। পলিভিনাইলের প্রয়োগে তৈরি মাস্ক ও নাইট্রাইল ও ভিনাইল গ্লাভস অনেক বড় দেশে এরমধ্যেই দূষণ ছড়াতে শুরু করেছে। রাস্তার ধারে বাতিল সুরক্ষা সমগ্রী পড়ে থাকার চিত্র অনেকরই চোখে পড়ছে। পরিবেশবিদরা জানাচ্ছেন, সুতির কাপরে তৈরি মাস্ক সম্পূর্ণ নিরাপদ এবং বারবার ব্যবহারের উপযুক্ত। কিন্তু বাকিগুলোতে যে রাসায়নিক যৌগ থাকে তা পরিবেশের সাথে মিশতে সময় লাগে। তাই তা পুকুর বা ড্রেনে না ফেলে পুরসভার গাড়ীতে ফেলা উচিত যা পরে বর্জ্যের পৃথকীকরণের মাধ্যমে উচ্চ তাপমাত্রায় নষ্ট করা যেতে পারে।