Click the videos down below :For details
সংবাদ ভাস্কর নিউজ :: পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ঘাসিপুর এলাকার অনাথ শিশুর পাশে দাঁড়ালো মহকুমা প্রশাসন।
জানাযায়, লক ডাউনের জেরে গত কদিন ধরেই অনাহারে দিন কাটাচ্ছিল ঘাসিপুর এলাকার ৩ অনাথ শিশু।
সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচার হয় তার পরই এইদিন ৩ অনাথ শিশুকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রশাসনিক আধিকারিকরা।
খবর পাওয়া মাত্রই মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ, মহকুমা পুলিশ আধিকারিক দ্বীপ কুমার দাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল পৌঁছালেন তিন অনাথ শিশুদের বাড়িতে।
পাশাপাশি অনাথ শিশুদের খাদ্য সামগ্রী তুলে দেন এলাকার সমাজসেবী সরফরাজ আলী এবং বলরাম সরকার।
প্রশাসনিক আধিকারিকরা অনাথ শিশুদের খাদ্য সামগ্রী,নগদ অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি, আশ্বস্ত করেন পরবর্তীতে সবরকম সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়েও।