সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
লকডাউনের ধাক্কায় সাধারন মানুষ খাদ্যের যোগানের চিন্তায় দিশেহারা। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মানুষকে ঠকিয়ে নিজেদের পকেট ভরার সুযোগ খুঁজেই চলেছে। চাল বেআইনী ভাবে মজুত করা বা রেশনের চাল ফ্রী তে নিয়ে চড়া দামে বিক্রি- এই দুর্নীতির বিরুদ্ধে এবার ইবি অনুসন্ধান শুরু করলো।
গত শুক্রবার তাঁরা হানা দেয় এন্টালী ও মুচিপাড়া বাজারে। এন্টালী বাজারে ত্রীলোকি রায় নামক এক চাল ব্যবসায়ীর গুদামে হানা দিয়ে ৫০ কেজি ওজনের ১৩ বস্তা চাল উদ্ধার করা হয় যা সে চড়া দামে বিক্রির জন্য মজুত করেছিলো। ইতিমধ্যেই প্রায় ১৫০ কেজি চাল তার বিক্রি করা হয়ে গেছিল দাম বাড়িয়ে। মুচিপাড়া বাজারেও এরকমই এক ব্যবসায়ী (অখিলেশ সাউ) কালোবাজারির জন্য ৩৫০ কেজি চাল মজুত করেছিল। এই দুই অসাধু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী দিনেও এই চালের কালোবাজারিদের ওপর নজর রাখা জারী থাকবে।