সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
বাঙ্গালী বরাবরই মৎস্যপ্রিয়। লকডাউনের মধ্যেও তাই মাছের বাজারে হাজিরা দিতে খামতি নেই তার। কিন্তু লকডাউনের জেরে বড় মাছের আড়তগুলি প্রায় বন্ধ হবার মুখে। তাছাড়া পুকুরের জল কমতে থাকায় মাছের জোগানও কম।
মাছ আর মুরগির মাংসের দাম ক্রমশ বাড়তে শুরু করেছে কোলকাতা ও শহরতলীর বাজারগুলিতে। গত দুদিনে প্রায় ৩০/৪০ টাকা দাম বেড়েছে প্রতি কেজিতে মাংস ও মাছের। পুকুরের মাছ যেমন ট্যাংরা, চারাপোনা, বাটা বাজারে আসছে না বললেই চলে। আসলেও তা প্রায় ২০০-২৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। মুরগীর মাংস ২৫০-৩০০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে।
মাস দেড়েক আগেও করোনার প্রাদুর্ভাবের শুরুতে মুরগীর মাংসের দাম তলানীতে এসে ঠেকেছিল। রটে গেছিল মুরগী খেলে করোনা হবে। তাই প্রায় ৬০-৮০ টাকা কেজিতেও বিক্রি হয়েছে মাংস। এই পরিস্থিতিতে সরকারের উচিত বাজারমুল্যে নিয়ন্ত্রন আনা। নাহলে কালোবাজারী ও চড়া দামে নাভিশ্বাস উঠবে সাধারন মানুষের এই সংকটকালে।