-Advertisement-

সংবাদ ভাস্করের পক্ষ থেকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ।

আন্তর্জাতিক খবর

Akshaya Tritiya Wishes 2020 : লকডাউন চলা কালিন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় পালিত হয় অক্ষয় তৃতীয়া। তবে তিথি অনুযায়ী ২৫ এপ্রিল থেকেই পালন করা হবে অক্ষয় তৃতীয়া। ভারতের বহু প্রদেশে পালিত এই উৎসব হিন্দি বলয়ে আখা তীজ নামে অভিহিত। হিন্দু এবং জৈন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেহেতু অক্ষয় তৃতীয়ার দিনটিকে শুভ দিন হিসেবে মানা হয়, তাই এই দিনটিতে অনেকেই নিজেদের গুরুত্বপূর্ণ কাজ শুরু করে। এই দিনে অনেকেই ব্যবসার কাজ, বাড়ি কেনা, যানবাহন, গহনা কেনা ইত্যাদি করে থাকে। এই দিনে অনেকে বিয়েও করেন।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-