সংবাদ ভাস্কর, পশ্চিম বর্ধমান : রানীগঞ্জের এক বাসিন্দা দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে ডায়ালিসিস চিকিৎসারত রয়েছেন কয়েকদিন ধরে | চিকিৎসা খরচ জোগাতে খুবই সমস্যায় পড়েছেন বলে জানতে পেরে বিশ্বনাথ বাবু দুর্গাপুরের ওই বেসরকারী হাসপাতালে পৌঁছে অসহায় ওই বৃদ্ধাকে যথাসাধ্য আর্থিক সহায়তা করেন বলে জানা গেছে। বিধায়কের এই মানবিক মুখ দেখে বৃদ্ধা বিধায়কের প্রতি কৃতজ্ঞতা জানান। সূত্রে জানা গেছে ওই বৃদ্ধার নাম সাবিত্রীদেবী | ওই বৃদ্ধার স্বামী আগে মধ্যপ্রদেশের পেপার মিলে কাজ করতেন। এখন বৃদ্ধ দম্পতি রানীগঞ্জে থাকেন। ওই পরিবারটির বর্তমানে খুবই অনটনের মধ্যে দিয়ে দিন কাটছে , তার উপর আবার লক ডাউন | সুতরাং এই ফাঁপরের মধ্যে পড়ে ওই দম্পতির বেঁচে থাকাটাই খুব কঠিন হয়ে পরে | তাই এই খবর পাওয়া মাত্রই বিশ্বনাথবাবু পৌঁছে যান ওই হাসপাতালে | আর তার যথা সম্ভব সহযোগিতা করেন ওই বৃদ্ধাকে |
অসহায় বৃদ্ধাকে দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল
-Advertisement-