সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
হাওড়ার উলুবেরিয়ার এক বেসরকারী হাসপাতালে করোনা আক্রান্ত মা জন্ম দিল এক সুস্থ শিশুর।
ঘটনার সুত্রপাত গত সোমবার সেই প্রসূতি করোনা পজিটিভ নিয়ে ফুলেশ্বরের একটি বেসরকারী নার্সিং হোমে ভর্তি হন। এর আগে তিনি ভর্তি ছিলেন হাওড়ার সত্যবালা আই ডি হাসপাতালে। অনেক ঝুঁকি নিয়ে চিকিৎসকরা মঙ্গলবার অপারেশন করে জন্ম দেন নবজাতকের। ওই হাসপাতালেরই এক চিকিৎসক জানান,” আমাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল করোনার মতো রোগে আক্রান্ত মহিলার সুস্থ সন্তান প্রসব করানো। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা সেই চ্যালেঞ্জকে সফল করেছেন।”
অনেক অশুভের মাঝখানেও এইসব খুশীর খবরগুলি এই অশান্ত সময়ে মানুষকে আশা যোগায়, স্বপ্ন দেখায় করোনা-মুক্ত পৃথিবীর।