সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
এতদিন আমরা সর্দি-কাশি, জ্বর, গলাব্যথা, শ্বাসকষ্ট এগুলোকেই করোনা সংক্রমনের প্রধান উপসর্গ হিসেবে জেনে এসেছি। কিন্তু এই ভাইরাস কিছুদিনের মধ্যেই রূপ পরিবর্তনের সাথে সাথে রোগীর উপসর্গেরও পরিবর্তন ঘটায়।
মার্কিন সংস্থা ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ বা সিডিসি উপরোক্ত উপসর্গের বাইরেও নতুন আরও উপসর্গ চিহ্নিত করেছে। এগুলি হল শীত করা, শীতে কাঁপুনি দেওয়া, মাংসপেশীতে ব্যথা, স্বাদ বা ঘ্রানশক্তি হারানো, বুকে ব্যথা বা চাপ অনুভব করা, ঠোঁট বা মুখমন্ডল নীলচে হয়ে যাওয়া। কারো মধ্যে এই নতুন উপসর্গগুলি দৃশ্যমান হলে কালবিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।