সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
বিজেপি পশ্চিমবঙ্গ শাখা কাল থেকে শুরু করলো রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে তাঁদের প্রতীকী বিক্ষোভ। ঘরে বসেই এই প্রতিবাদ জারী থাকবে রেশন-বিলি ব্যবস্থায় অনিয়মসহ একাধিক কারচুপির বিরুদ্ধে।
করোনা সুরক্ষাবিধি মেনে চিরাচরিত প্রতিবাদ বদলে অন্যরূপে শুরু হল এই কর্মসূচী। রবিবার বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত বিজেপির প্রায় সমস্ত নেতানেত্রী এবং কর্মীরা সোশ্যাল মিডিয়াকে বেছে নেন এই প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসেবে। আপাতত এটি প্রতীকী আন্দোলন হলেও রাজ্য বিজেপি নেতৃত্ব আগামী দিনে প্রতিবাদের আরও অভিনব পন্থা বেছে নেবেন বলে জানিয়েছেন। পথে না নেমেই কিভাবে জনসংযোগ বাড়ানো যায় তার উপায়ও খোঁজা চলছে।
আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতি যে এক নতুন আঙ্গিকে আসতে চলেছে সে বিষয়ে আর সন্দেহ নেই। করোনার প্রকোপে মানবজীবনের দৈনন্দিন কর্মসূচীতে পরিবর্তনের পাশাপাশি রাজনীতিতেও এক নতুন রঙ দেখবে ভারতবাসী।