-Advertisement-

বাংলায় এই প্রথম মৃত্যু করোনার যোদ্ধা ড: বিপ্লব কান্তি দাস গুপ্ত –

কলকাতা

সংবাদ ভাস্কর : বেহালার চিকিৎসক, গত 7 এপ্রিল COVID-19 ধরা পড়ার পর 18 এপ্রিল থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডঃ বিপ্লব কান্তি দাস গুপ্ত। তিনি ছিলেন বেহালার বাসিন্দা ওই চিকিৎসকের স্ত্রী ও COVID-19 পজিটিভ হয়ে ওই একই হাসপাতালে ভর্তি আছেন। ওই চিকিৎসক শেষ পর্যন্ত শনিবার দিন রাত ১:২০ নাগাদ মারা যান। সূত্রের খবর, সেন্ট্রাল মেডিকেল স্টোরের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানেই ঔষধপত্র, চিকিৎসা সরঞ্জামেই মাক্স, গ্লাভস, পিপিআই হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ হয় তার কার্যালয়ের মাধ্যমে। বিভিন্ন লোকের আনাগোনা থাকে তাঁর অফিসে। তাই সকলেই এখন স্বজনবিয়োগের যন্ত্রণা অনুভব করছেন।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-