
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
প্রকাশ্যে এলো শহরের অন্যতম কোভিড হাসপাতাল এম আর বাঙ্গুরের সুপারের লেখা চিঠি।
সুত্রের খবর গত ২১ শে এপ্রিল সকাল ৬ঃ৩০ টায় হাসপাতালে চিকিৎসারত সীতা মান নামক এক রোগিণীর করোনায় মৃত্যু হলে হাসপাতাল সুপার সংশ্লিষ্ট থানার ওসিকে চিঠিতে অনুরোধ করেন যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ সরিয়ে নিয়ে যেতে কারন হাসপাতালের মর্গে লাশের স্তুপ জমে আছে।
এই চিঠি প্রকাশ্যে আসায় স্বভাবতই প্রশ্ন ওঠে আমরা কি করোনা আক্রান্ত বা মৃত্যুর সঠিক তথ্য পাচ্ছি? আসল পরিস্থিতি কি সত্যিই এত ভয়ঙ্কর যে প্রতিদিন হাসপাতালগুলিতে লাশের পাহাড় উপচে পড়ছে? তা হলে সাধারন মানুষকে অবগত করা হচ্ছে না কেন? আতঙ্কিত মানুষ স্বস্তি পাবে না হয়ত এই উত্তরগুলি না পেলে।