সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
খড়গপুর আইআইটির বাবা সাহেব আম্বেদকর ছাত্রাবাস থেকে উদ্ধার হল গবেষক ছাত্রের ঝুলন্ত দেহ। সুত্রের খবর মৃতের নাম ভবানীবালা কন্ডলা রাও (২৮)। বাড়ি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারায়।
২০১৫ সাল থেকে উক্ত ছাত্র খড়গপুর আইআইটিতে গবেষণার কাজ করতেন। প্রায় সবাই লকডাউনে বাড়ি চলে গেলেও কিছু পড়ুয়ার সঙ্গে তিনি থেকে গিয়েছিলেন আবাসনে। সোমবার সকাল থেকে বাড়ির লোক তাঁর মোবাইলে বারবার ফোন করেও না পাওয়ায় আরেক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে এবং সে এসেই দেহ উদ্ধার করে। জানা যায় দুমাস আগে তিনি বিবাহ করেন। বন্ধুদের মতে আপাত হাসিখুশি এই ছাত্র কেন যে আত্মহত্যা করলো তা নিয়ে চরম ধন্দে সবাই।