সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
সারা বিশ্বের এই কঠিন পরিস্থিতির মধ্যে আবার বিতর্কে জড়াল পাকিস্তান। দেশের প্রসিদ্ধ মৌলবী মৌলানা জামিল তারিখ একটি অনুষ্ঠানে খোদ প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতিতে বিতর্কিত মন্তব্য করে বসলেন মহিলাদের পোশাক নিয়ে।
তিনি দাবী করেন, করোনার বিরুদ্ধে শুধু লড়াই না করে আল্লার সামনে বিনম্র থাকা উচিত। দেশের সম্মানকে টুকরো টুকরো করে যেসব মহিলারা ছোট ছোট পোশাক পরেন তাঁরা অশ্লীলতার পথ বেছে নেন। এইসব মহিলারাই দায়ী করোনার প্রাদুর্ভাবের জন্য। তিনি আরও বলেন তিনি সবার হয়ে এই অপরাধের জন্য আল্লার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন।
তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে পাকিস্তানের মানবাধিকার কমিশন ও পাক মিডিয়াও। সমাজের বিরুদ্ধে ভুল বার্তা গেছে বলে পাকিস্তান টিভিতে প্রচার চালানো হয়। এখন যেখানে দেশে আক্রান্ত ১৩ হাজার ছাড়িয়েছে এবং মৃত প্রায় ২৮৫ সেখানে এই ধরনের অপপ্রচার মানুষকে আরও বিভ্রান্ত ও মানসিক বিপর্যস্ত করে দেওয়ার জন্য যথেষ্ট।