-Advertisement-

লকডাউনে বেহালা কলেজের লাইভ ডিজিটাল ক্লাসরুমে পাঠ-

কলকাতা

সংবাদ ভাস্কর নিউজ : সম্প্রতি এই অ্যাপের মাধ্যমে নানা গোপন তথ্য পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠলেও, নিজস্ব সার্ভার ব্যবহার করে লাইভ ডিজিটাল ক্লাসরুম তৈরি করে ক্লাস নিচ্ছে বলে জানান আমাদের প্রতিনিধিকে। বেহালা কলেজের অধ্যক্ষ শর্মিলা মিত্র বলেন, প্রথম থেকেই স্বতন্ত্রভাবে ডিজিটাল ক্লাসরুম তৈরি করতে আগ্রহী ছিলাম। কোনও সংস্থার সঙ্গে সার্ভার ভাগ করে নেওয়া ভাবনা ছিল না। আগামী দিনে ওয়েবিনারের মতো আরও বৃহত্তর ক্ষেত্রে ব্যবহার করা হবে। কলেজ কর্তৃপক্ষের ভাবনাকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপিকা উজ্জয়িনী মুখোপাধ্যায় প্রতি ক্লাস শেষ হলে লগ আউট করলে তবেই সংযুক্ত হচ্ছে উপস্থিতির সংখ্যা। কেন্দ্র সরকার এই অ্যাপ সুরক্ষিত নয় বলে ঘোষণা করেছিলেন। এর ফলে শিক্ষাক্ষেত্রে মহা সঙ্কট এলেও বেহালা কলেজ তার স্বতন্ত্র প্রযুক্তি ব্যবহারে শিক্ষা বিতরণে দৃষ্টান্ত স্থাপন করেছে।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-