সংবাদ ভাস্কর নিউজ : সূত্রের খবর, কোবরা গ্যাং এর সদস্যরা আশেপাশের ৮ টি গ্রামের 100 টি দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে গ্রামের মধ্যে অন্নপূর্ণা হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। বাগনানের অন্নপূর্ণা হাটে এক টাকা দিলেই 13 রকমের জিনিস পাওয়া যাচ্ছে। মিলছে চাল, ডাল, আলু থেকে সবজি ধুপ, দেশলাই। গ্রামের লোকেরা হাটে এলে স্যানিটাইজার হাতে লাগিয়ে লক্ষীর ঘরে এক টাকা জমা দিলেই বাজার করতে পারবে।
-Advertisement-