সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
সুত্রের খবর গত কয়েকসপ্তাহ ধরেই পাকিস্তানের হাসপাতালগুলির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অপর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আসছিল। কোয়েটা শহরে এ মাসের শুরুতে প্রাপ্য সুরক্ষা সরঞ্জাম দাবী করায় ৫০ এর অধিক চিকিৎসককে গ্রেপ্তারও করা হয়।
গত ২৬ শে মার্চ থেকে এই দাবীতে অনশনে বসেছেন ডা. সালমান হাসিব। যতদিন না সরকার তাঁদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করে ততদিন এই অনশন চলবে বলে তিনি জানিয়েছেন। শনিবারও একজন নাক-কান-গলা বিশেষজ্ঞও কোভিড-১৯ এ মারা গেছেন। ডাক্তারের মৃত্যুর পর করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিয়ে সম্পূর্ণ লকডাউন রাখার আহ্বান জানান তারা।
সুত্রঃ দৈনিক ইত্তেফাক, ঢাকা