সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
আপাতত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদন মিলল না প্লাজমা থেরাপী ব্যবহারে। দিল্লীতে এই কৌশল প্রয়োগে সাফল্য দেখে ও মুখ্যমন্ত্রী কেজরীওয়ালের বক্তব্য শুনে অধিক সংক্রমিত রাজ্যগুলি যেমন মহারাষ্ট্র, গুজরাতসহ একাধিক রাজ্য আশায় ছিল সরকারের অনুমতি পাওয়ার। কিন্তু গত মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক স্পষ্টই জানিয়ে দেন যে গবেষণা ও পরীক্ষামূলক কাজ ছাড়া চিকিৎসার ক্ষেত্রে আপাতত প্রয়োগ করা যাবে না এই পদ্ধতি। ঠিকমতো সতর্কতাবিধি না মানলে এর ব্যবহার রোগীদের ক্ষেত্রে প্রানসংশয় হয়ে উঠতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রকের মত।
এই নির্দেশের ফলে বেশ অস্বস্তিতে কিছু রাজ্যের চিকিৎসকমহল কারন তাঁরা ইতিমধ্যেই এর প্রয়োগ শুরু করে দিয়েছিলেন এবং যথেষ্ট আশাবাদীও ছিলেন। প্রসঙ্গ উল্লেখ্য কিছু করোনামুক্ত মানুষ স্ব-ইচ্ছায় দিল্লীর সরকারি হাসপাতালে এসে প্লাজমা দানও করে ফেলেছিলেন। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা প্রচুর বিভ্রান্তি সৃষ্টি করেছে সাধারন মানুষ তথা চিকিৎসকদের মনে।