সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে রয়েছেন। ২০১৮ সাল থেকেই তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং অনেকদিন বিদেশে ছিলেন চিকিৎসার জন্য।
ঘনিষ্ট সুত্রের খবর লকডাউনের জেরে তাঁর সাপ্তাহিক স্বাস্থ্য পরীক্ষা বিঘ্নিত হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। এছাড়া গত শনিবার তিনি তাঁর মা সইদা বেগমকে হারান। এমনকি রাজস্থানে মায়ের শেষকৃত্য হওয়ায় তিনি সেখানেও যেতে পারেননি। এসব নিয়েই টানাপড়েনে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাঙ্গালী স্ত্রী সুতপা শিকদার ও দুই পুত্র তাঁর সঙ্গে আছেন এই সময়ে। ইরফান অনুরাগী ও তাঁর সতীর্থরা উদ্বিগ্ন তাঁর অবস্থা নিয়ে। সবার আশা তিনি আবার বিপদ জয় করে খুব শীঘ্রই সুস্থ অবস্থায় ফিরে আসবেন।