সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
করোনা কি দ্বিতীয়বার আক্রান্তের শরীরে ফিরে আসতে পারে? কিছু লোকের শরীরে কেন ভাইরাস বেশী করে থাবা বসাচ্ছে? প্রতি শীতে কি ফিরবে এই ভাইরাস? ভ্যাকসিন কি সত্যি কাজে দেবে? বহুকাল ধরে কিভাবে এই ভাইরাস থেকে মুক্ত থাকা যায়?
উপরোক্ত প্রশ্নগুলো এখন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। বিশেষজ্ঞরা সাধ্যমত এর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তাঁরা বলেন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুটি উপায়ে কাজ করে। প্রথমত যেটি নতুন কোন ভাইরাস বা ফরেন ইনভেডার আক্রমনের সঙ্গে সঙ্গে সহজাত প্রতিরোধ গড়ে তুলতে পারে শ্বেত রক্তকনিকার থেকে নির্গত রাসায়নিকের মাধ্যমে। দ্বিতীয়টি হল সময়সাপেক্ষ রোগ প্রতিরোধ ক্ষমতা যা গড়ে উঠতে প্রায় ১০ দিন সময় লাগে এবং এটি প্রয়োজনীয় আন্টিবডি গড়ে তুলে দীর্ঘদিন সুস্থ থাকতে সাহায্য করে।
এবার ভ্যাকসিন প্রসঙ্গে তাঁরা বলেছেন হামের প্রতিষেধক যেমন গোটা জীবন এই রোগে বিপদের সম্ভাবনা থেকে বাঁচায় সেরকম এই মারণ ভাইরাসের প্রতিষেধকও হয়ত সেভাবেই কাজ করতে পারে। আপাতত সবই সময় আর গবেষণার ওপর নির্ভর করছে।