সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
প্রয়াত হলেন বিশিষ্ট বলিউড তথা হলিউডের অভিনেতা ইরফান খান। বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। বেশ কিছু ধরেই তিনি নিউরোএন্ডক্রাইন ক্যান্সারে ভুগছিলেন। বিদেশে বহুদিন চিকিৎসা করে তিনি অনেকটাই সুস্থ হয়ে গেছিলেন। দেশে ফিরে তিনি তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আংরেজী মিডিয়াম’ এর শুটিং ও শেষ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত লকডাউনের কারনে সিনেমাটি সেভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পায় নি।
চিরাচরিত অভিনেতাদের থেকে অন্য আঙ্গিকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ভীষণ সাবলীল অভিনয়, কন্ঠস্বরের যথাযথ ব্যবহার, অভিনয়ে চোখের প্রয়োগ এগুলি ছিল তাঁর অভিনয়ের বৈশিষ্ট। তাঁর অভিনীত লাঞ্চবক্স, হিন্দি মিডিয়াম, লাইফ অফ পাই, পিকু আজীবন দর্শকদের মনের মণিকোঠায় থেকে যাবে।
গোটা বলিউড আজ শোকস্তব্ধ ইরফানকে হারিয়ে। তিনি রেখে গেলেন বাঙ্গালী স্ত্রী সুতপা ও দুই পুত্রকে। একটি বিরল প্রতিভার অপমৃত্যু হল রুপালি জগতে। তবু দর্শকের মনে তাঁর ব্যতিক্রমী অভিনয়ের জায়গা থাকবে চিরদিন।