-Advertisement-

অবশেষে টিকিয়াপাড়া ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ হাওড়া

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

অবশেষে নীরবতা ভঙ্গ করে টিকিয়াপাড়ায় পুলিশ নিগ্রহের ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয় এই উপলক্ষ্যে। সেখানে তিনি মন্তব্য করেন,”টিকিয়াপাড়ার ঘটনা ঘটা উচিত ছিল না। খারাপ ঘটনা। এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।” এরপর বিরোধীদের উদ্দেশ্যে তীব্র ভর্ৎসনা করে তিনি বলেন,”টিকিয়াপাড়ায় একটা ঘটনা ঘটেছে, পুলিশ অ্যাকশন নেবে! তোমার কী! সারাক্ষণ শকুনির মতো বসে আছে। কখন একটা ডেড বডি আসবে আর ঠুকরে ঠুকরে খাবে!”

ঘটনার সুত্রপাত মঙ্গলবার বিকেলে হাওড়া বেলিসিয়াস রোডে লকডাউন নিয়ন্ত্রন করতে গিয়ে প্রচণ্ড আক্রান্ত হয় কয়েকজন পুলিশকর্মী, ভাঙচুর করা হয় পুলিশ ভ্যান। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে র‍্যাফ নামাতে হয়।

-Advertisement-

এই ঘটনার নিন্দা করে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন,”এদের হাতে পুলিশ মার খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। গতকালের ঘটনা তা আরও বেআব্রু করে দিয়েছে মানুষের সামনে। আসলে আমরা যে বলছিলাম বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে বলছিল রাজ্যের বিশেষ বিশেষ এলাকায় লকডাউন ঠিক মতো পালন হচ্ছে না, তখন দিদির খুব গায়ে লেগেছিল। কালকে সবাই দেখে নিয়েছে আসলে কী হচ্ছে বাংলায়।”

-Advertisement-

আপাতত টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে রাজ্য-রাজনীতি উত্তপ্ত বাদানুবাদে ব্যস্ত। কিন্তু কাদের প্রশ্রয়ে এরকম ন্যক্কারজনক অবস্থার সৃষ্টি হল প্রশাসনের কাছে জবাব চায় জনতা।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-