সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
রাজ্য সরকার আপাতত কিছু ছাড়ের সিদ্ধান্ত নিল গ্রীনজোনভুক্ত এলাকায়। আগামী শুক্রবার একটি নির্দেশিকা প্রকাশের মাধ্যমে স্থির হবে কোন কোন এলাকায় কোন কোন সামগ্রীর দোকান খোলা হবে।
মুখ্যমন্ত্রী বলেন,” আমরা কেন্দ্রের কাছে দোকান খোলার ব্যপারে নির্দেশিকা চেয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত তা দিতে পারেনি কেন্দ্র। তাই আমরা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কিছু দোকান খোলার অনুমতি দেব ঠিক করেছি।” এদের মধ্যে যেসব পাড়ায় একটা করে ইলেকট্রনিক্স, স্টেশনারী, মোবাইল রিচার্জ, হার্ডওয়ারের দোকান খোলার অনুমতি দেওয়া হবে। কিছু পান বিড়ির দোকানও খোলা থাকবে। তবে ক্রেতাকে তাঁর প্রয়োজনীয় সামগ্রী কিনে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। কোথাও অযথা ভিড় করা চলবে না। চায়ের দোকান খুললেও সেখানে বসে আড্ডা দেওয়া চলবে না। তাঁর কথায় সেলুন, হকার্স কর্নার, ফুটপাতের দোকান এখনই খোলা যাবে না।
গ্রীন জোন এলাকায় প্রাইভেট বাস চলতে গেলে তা শর্তসাপেক্ষে চালাতে হবে। নিয়মিত স্যানিটাইজ ও ২০ জনের বেশী যাত্রী তোলা যাবে না বাসে এবং প্রত্যেক যাত্রীর মাস্ক পরা ও নির্দিষ্ট দুরত্ব মেনে বসানোর দায়িত্ত্ব বাস ড্রাইভারের। ইতিমধ্যে ২৫ টি জুট্মিল খোলার অনুমতি দেওয়া হয়েছে এবং সেখানে দুশো শ্রমিক নিয়ে কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে ট্যাক্সিও চালু করা হবে। রবিবার অব্দি পুলিশ পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে কোথায় কোথায় এই ছাড় দেওয়া যায় তা ঘোষণা করবে।