-Advertisement-

ঋষি কাপুরের অবস্থার অবনতি, ভর্তি করা হল হাসপাতালে

দেশের খবর বিনোদন

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

মুম্বাই রুপোলী জগতের জনপ্রিয় প্রবীন অভিনেতা ঋষি কাপুর বেশকিছুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। প্রায় এক বছর তিনি বিদেশে থেকে চিকিৎসা করিয়ে প্রায় সুস্থ হয়ে ফিরে এসেছেন দেশে। এরপরও একবার সামান্য ইনফেকশন ও আরেকবার ভাইরাল জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

গতকাল আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বড়ভাই রনধীর কাপুর জানিয়েছেন, ৬৭ বছর বয়সী ঋষি কাপুরের হঠাৎ শ্বাস নিতে অসুবিধা হওয়ায় তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করতে হয়।

-Advertisement-

প্রসঙ্গত, গতকালই আমরা দেশের আরেক খ্যাতিমান অভিনেতা ইরফান খানকে হারাই। আর আজ ঋষি কাপুরের এই খবরে স্বভাবতই আপামর সিনেমামহল শোকে মুহ্যমান।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-