সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
বিশ্বজুড়ে করোনা সঙ্কটের মধ্যেই সামনে এলো রাষ্ট্রপুঞ্জের এক ভয়াবহ সমীক্ষা। এই সমীক্ষায় বলা হয়েছে গোটা বিশ্বে স্বল্প ও মধ্য আয়বিশিষ্ট ১১৪ টি দেশের প্রায় ৪৫ কোটি মহিলা নিয়মিত গর্ভনিরোধক ব্যবহার করে। কিন্তু বহু কারখানা লকডাউনের ফলে বন্ধ হয়ে যাওয়ায় ভালমানের গর্ভনিরোধক উৎপাদন প্রায় বন্ধ হবার মুখে। ফলে নিম্নমানের গর্ভনিরোধক বাধ্য হয়ে ব্যবহারের ফলে অবাঞ্ছিত মাতৃত্বের কবলে পড়ছেন মহিলারা।
পাশাপাশি গার্হস্থ্য অশান্তি ও বাল্যবিবাহ বৃদ্ধিরও আশঙ্কা করেছেন তাঁরা যার রেশ থাকবে আগামী ১০ বছর। ৬ মাসের লকডাউনে বিশ্বে প্রায় ৩ কোটি ১০ লক্ষ মহিলার ওপর গার্হস্থ্য হিংসার ছায়া পড়বে। চেষ্টা করা হবে যে কোন মুল্যে মহিলাদের প্রজননক্ষমতা ও অধিকার রক্ষা করা তা জানিয়েছেন ইউএনএফপিএ।