
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
দীর্ঘসময় ক্যান্সারের সঙ্গে যুদ্ধ চালিয়ে অবশেষে ৬৭ বছর বয়সে হার মানলেন আপামর ভারতবাসীর অন্যতম প্রিয় অভিনেতা ঋষি কাপুর। বহু প্রজন্ম ধরে চলচ্চিত্র জগতের সিংহাসনে বসা কাপুর পরিবারের বংশধর তিনি।
দীর্ঘদিন বিদেশে চিকিৎসা করিয়ে গত বছর মুম্বাই ফিরে তিনি টুইট করেন,” ঘরে ফিরলাম। ১১ মাস ১১ দিন! ধন্যবাদ সবাইকে।” তাঁর অভিনীত বিখ্যাত হিন্দি সিনেমাগুলির মধ্যে ববি, চাঁদনী, অমর আকবর অ্যান্টনি, লাভ আজকাল, পাতিয়ালা হাউস ইত্যাদির নাম করা যায়। অমিতাভ বচ্চন ও তাঁর জুটি ছিল অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি তাঁরা ‘১০২ নট আউট’ নামের একটি ছবিতে একসাথে অভিনয় করেন। তিনি রেখে গেলেন অভিনেত্রী স্ত্রী নিতু কাপুর, হাল আমলের অসম্ভব সম্ভাবনাময় নায়ক তথা পুত্র রনবীর কাপুর ও কন্যা ঋদ্ধিমাকে।