সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিজেপি বুধবার জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সচিবালয়কে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে পরিণত করেছেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এ বিষয়ে বলেন,”পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা পুরোপুরি ধসে পড়েছে এবং মমতা ব্যানার্জি একজন অদক্ষ প্রশাসক হিসাবে প্রমাণিত হয়েছেন।” হাসপাতালে মোবাইল ব্যবহার বন্ধের নির্দেশকেও তিনি ‘তথ্য গোপন’ এর চেষ্টা বলে সন্দেহপ্রকাশ করেছেন। এছাড়াও বিজেপি সংসদদের ত্রান বিলিতে বাধা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
এই একাধিক অভিযোগ নিয়ে তিনি হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেন। তাঁর মামলায় করোনায় মৃত্যু নিয়ে রাজ্যের অডিট কমিটি গড়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। হাইকোর্টে দিলীপ ঘোষের আর্জি, পুলিসকেও পিপিই-সহ বাকি নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম দিতে হবে। বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি, আদালতের পর্যবেক্ষণে কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।