সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
মারণ ভাইরাস কোভিড-১৯ যখন সমগ্র মানবসভ্যতার ওপর ধ্বংসলীলা চালাচ্ছে তখন সারা বিশ্বের গবেষক ও বিজ্ঞানীরা রাতদিন এক করে দিচ্ছেন এর প্রতিষেধক খোঁজার জন্য। ভারতও তার ব্যতিক্রম না। এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে চণ্ডীগড়ের পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর কিছু গবেষক। এই গবেষকদের মধ্যেই একজন ডঃ রাম বিশ্বকর্মা সংবাদ মাধ্যমকে জানান, এই প্রতিষেধক পদ্ধতি হল ‘ইমিউনোমোডুলেটর’ যা প্রয়োগে মানব শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং ভাইরাস শরীরে সংক্রমিত হতে পারে না। এমনকি করোনা আক্রান্ত রুগী সেরে ওঠার পরেও এর প্রয়োগে দ্বিতীয়বার আর ভাইরাস তার ক্ষতি করতে পারেনা।
আপাতত এই আশার বানীর সফল হওয়ার দিকে তাকিয়ে আছে সবাই। সত্যি যদি এর প্রয়োগে সাফল্য মেলে তাহলে স্বস্তির নিশ্বাস ফেলবে ভারত তথা বিশ্ববাসী।