-Advertisement-

লকডাউন বাড়লে অনাহারে বেশী মানুষ মরবে – দাবী ইনফোসিস কর্তার

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

অবশেষে মুখ খুললেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়নমূর্তি। শিল্পপতিদের এক ভিডিও কনফারেন্সে তিনি বলেন, লকডাউন বাড়লে যত না মানুষ করোনায় মরবে তার চেয়েও বেশী মরবে অনাহারে।

প্রসঙ্গত বাজাজ সংস্থার সর্বময় কর্তা রাহুল বাজাজ বয়স্ক ও শিশুদের বাড়িতে সক্ষম যুবক যুবতীদের কর্মস্থলে ফেরাতে আগ্রহী। তাঁর সাথে সুর মিলিয়েছেন নারায়নমূর্তিও। তাঁর মতে,” ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা অন্যান্য উন্নত দেশগুলির তুলনায় অনেক কম। তাছাড়া আমাদের দেশে প্রতি বছর বিভিন্ন কারনে প্রায় ১০ লক্ষ মানুষ মারা যায়। এমনকি দূষণের কারনেই মারা যায় এদের মধ্যে ২৫ শতাংশ মানুষ। তাই করোনা নিয়ে অযথা আতঙ্ক টা বাড়াবাড়ি।”

-Advertisement-

এখন দেখা যাক এই শিল্পপতিদের কথা মেনে সরকার লকডাউন বাড়াবেন না আর্থিক দিকের ওপর জোর দিয়ে ধাপে ধাপে ছাড়ের দিকে হাঁটবেন।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-