সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
গত ২৯ শে এপ্রিল রিলায়েন্স কোম্পানি তাঁর কর্মচারীদের বেতন কাটছাঁটের একটি নোটিশ দেন। তাতে বলা হয়েছে রিলায়েন্সের হাইড্রকার্বন শিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীর বেতন বছরে ১৫ লক্ষের বেশী তাঁদের বেতনের ১০ শতাংশ কমানো হবে। বাৎসরিক ১৫ লক্ষের কম আয়ের কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না। এছাড়া সিনিয়র এক্সিকিউটিভদের মাইনের ৩০ থেকে ৫০ শতাংশ কাতা যাবে বলে সংস্থা জানিয়েছে।
রিলায়েন্স কোম্পানির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি কোন বেতন নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত তিনি ১১ বছর ধরে একই বেতন নিয়ে যাচ্ছিলেন কোম্পানি থেকে। এবার তিনি বেতন না নেওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন সকলে।