সংবাদ ভাস্কর নিউজ :: পুলিশ সূত্রে খবর, সম্প্রতি থুতু ফেলা নিয়ে, এই রাজ্যে নিজস্ব আইন আছে। তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রহিবিশন অফ স্মোকিং অ্যান্ড স্পিটিং অ্যান্ড প্রটেকশন অফ নন স্মোকার্স অ্যান্ড মাইনর অ্যাক্ট। এই আইনে এবার নিউ আলিপুর থানার পুলিশ মামলা দায়ের করল। জানা গিয়েছে, নিউ আলিপুরের ডি ব্লকে এক ব্যক্তিকে রাস্তার উপর থুতু ফেলতে দেখা যায়। করোনা সংক্রমণ ঠেকাতে এখন রাস্তায় থুতু ফেলা নিষিদ্ধ। তাই সঙ্গে সঙ্গে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। নিউ আলিপুর থানার ওসি অমিতশংকর মুখোপাধ্যায়ের নির্দেশে তাঁর বিরুদ্ধে বিশেষ আইন প্রয়োগ করা হয়।
জানা গিয়েছে, এই আইনে অভিযুক্তের এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অথবা আদালতের নির্দেশে হতে পারে জেলের মতো শাস্তিও। এদিন শহরে মাস্ক না পরার জন্য ১৫২ জন ও রাস্তায় থুতু বা পিক ফেলার অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে রাস্তায় থুতু ফেলা বন্ধ করতেই এই কঠোর পদক্ষেপ প্রশাসনের।