সংবাদ ভাস্কর নিউজ : খাদ্য দফতর সূত্রে খবর, আজ শুক্রবার পয়লা মে থেকে সারা মাসের বরাদ্দ চাল একসঙ্গেই পাবেন রেশন গ্রাহকরা। এমনটাই জানিয়েছে খাদ্য দফতর। তবে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা যে গ্রাহকরা গমের বদলে আটা পান, তাঁদের তা দু’ দফায় দেওয়া হবে। গমও একমাসেরটা একসঙ্গেই দেওয়া হবে বলে জানানো হয়েছে।
-Advertisement-