সংবাদ ভাস্কর নিউজ : রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যস্থানের কোটা থেকে ফিরেছে ২৫০০-র বেশি পড়ুয়া ১০১টি বাস করে। শিলিগুড়ি, আসোনসোল এবং কলকাতা— এই তিনটি জোনে কোটা থেকে ফিরেছে বাসগুলি। শুক্রবার সকাল থেকে অধিকাংশ পড়ুয়া বাসে করে রাজ্যে ফিরেছেন। তাঁদের অনেকে নিজের জেলায় ঠিক মতো পৌঁছে গিয়েছেন বলেও জানা গিয়েছে। বিষয়টিও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পরিবহণ দফতরের কর্তারা তদারকি করছেন।
-Advertisement-
