
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ‘পোকামাকড়’ শব্দটি যতই ছোট লাগুক আমাদের কাছে, পৃথিবী তথা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব অসীম। কিন্তু গবেষকরা একটি বেশ আশঙ্কার কথা শোনালেন যে গত ৩০ বছর ধরে পৃথিবীর বুক থেকে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এই পোকার দল।

কারনবশত তাঁরা শহুরে সভ্যতার আগ্রাসী নির্মাণেকেই পতঙ্গদের হারিয়ে যাবার জন্য দায়ী করেছেন। মানুষের কর্মকাণ্ডের জন্য জলবায়ুর আমূল পরিবর্তন ঘটছে, যার প্রভাব এই পতঙ্গদের ওপর খুব খারাপ ভাবে পড়ছে। চাষাবাদে বিভিন্ন রাসায়নিকের ব্যবহারেও পতঙ্গদের ক্ষতি বাড়ছে। পাশাপাশি ব্রাজিলের আমাজন অরণ্য ধ্বংসের জন্যও পতঙ্গদের ওপর প্রভাব পড়বে বলে গবেষকরা জানান।

প্রসঙ্গতঃ করোনাতঙ্কে লকডাউনের জেরে সারা বিশ্বজুড়ে যানবাহন কলকারখানা বন্ধ। দূষণও তাই একেবারে তলানিতে ঠেকেছে। প্রকৃতি আবার সেজে উঠেছে নিজরূপে। দূষণের জেরে বিলুপ্তপ্রায় পশুপাখিরা আবার ফিরে আসছে। কোথাও ভেসে উঠেছে ডলফিনের পরিবার, কোথাও আবার শহরের পথে নির্ভয়ে ঘুরেছে হরিণ। কোথাও আবার ঝাঁকে ঝাঁকে ফিরে এসেছে গোলাপি ফ্লেমিংগো পাখির দল। মুম্বাইয়ের একসময়ের জনবহুল রাস্তায় এখন ময়ুরের অবাধ ঘোরাফেরা।

তবে এভাবে পোকামাকড় ক্রমশ হারিয়ে যেতে থাকলে আমাদের খাদ্যের চরম সমস্যা হবে বলে বিজ্ঞানীরা জানান। তাই এখন থেকে সতর্ক না হলে সামনে সমুহ বিপদ।