
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ এই নিয়ে পরপর তিনবার রান্নার গ্যাসের দাম কমলো কোলকাতাসহ অন্যান্য রাজ্যগুলিতে। গত ফেব্রুয়ারী তে একধাক্কায় প্রায় ১৪৯ টাকা সিলিন্ডারপিছু দাম বেড়ে যাওয়ায় গৃহস্থের পকেটে টান পড়েছিল। কিন্তু তারপর থেকে দাম ক্রমশ পড়তে থাকায় আবার স্বস্তিতে দেশবাসী। গতকাল এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১৯০ টাকা। বর্তমান মুল্য ৫৮৪.৫০ টাকা।
প্রসঙ্গতঃ কলকাতার বাসিন্দাদের প্রতি বছর ঘরোয়া ব্যবহারের জন্য ভর্তুকি হারে ১২ টি এলপিজি সিলিন্ডার কিনতে অনুমতি দেওয়া হয়। যদি গ্রাহকরা প্রতি বছর ১২ টির বেশী এলপিজি গার্হস্থ্য সিলিন্ডারের অতিক্রম করে থাকেন তবে ১৩ তম সিলিন্ডার থেকে শুরু করে অ-ভর্তুকি হারে তাদের থেকে চার্জ নেওয়া হয়।