-Advertisement-

এবিটিএর উদ্যোগে ত্রান বিতরণ বেলদায়

পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ গত শুক্রবার মে দিবস উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার জলহরি নামক এলাকায় প্রায় ১০৫ টি দুঃস্থ পরিবারের হাতে ত্রানসামগ্রী তুলে দিল বামপন্থী শিক্ষক সংগঠন ‘নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বা এবিটিএ। তিনটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এই ত্রানবন্টন প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল আলু, পেঁয়াজ, ডাল, সরষের তেল, সয়াবিন, বিস্কুট, লবন, গুড়ো মশলা ও মাস্ক।

-Advertisement-

এই সংগঠনের আঞ্চলিক শাখার নেতৃত্বরা এই মহৎ কর্মসূচী সম্পন্ন করেন। যেসব অসমর্থ ও বয়স্ক মানুষরা আসতে পারেনি তাঁদের বাড়ি বাড়ি গিয়ে ত্রান পৌঁছে দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগেও ঘাটাল ও গোয়ালতোড়ে ত্রান পাঠানোর ব্যবস্থা করেছে এবিটিএ।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-