সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ বোর্ড সূত্রে খবর ইতিমধ্যেই ফলাফল প্রস্তুত করে ফেলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তবে উচ্চমাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হওয়ার আগে ফল প্রকাশ করতে চাইছে না জয়েন্ট বোর্ড। সাধারনত জয়েন্ট পরীক্ষা দেরীতে নেওয়া ও আরও দেরীতে ফল্প্রকাশের কারনে রাজ্যে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ আসন খালি থেকে যত ইঞ্জিনিয়ারিং এর। তাই এ বছর অনেক আগেই (২ রা ফেব্রুয়ারী) পরীক্ষা নেওয়া হয়েছিল। ছাত্রছাত্রীদের মানসিক চাপের কথা মাথায় রেখে স্থির করা হয়েছিল উচ্চমাধ্যমিক শেষের পরেই ফলাফল প্রকাশ করা হবে।
কিন্তু করোনা ও লকডাউনের উপর্যুপরি চাপে উচ্চমাধ্যমিক পিছিয়ে জুন মাসে শেষ হবে জানানো হয়। তাই উপরোক্ত সিদ্ধান্ত নেয় বোর্ড। তবে আশঙ্কার কথা হল বিশ্বজুড়ে যে আর্থিক মন্দা দেখা দিয়েছে এই অতিমারীর জেরে তাতে কর্মসংস্থান কতটা হবে এবং ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং পড়ার দিকে কতটা ঝুঁকবে তা বলা কঠিন।