সংবাদ ভাস্কর নিউজ :: জেলা পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার রাতে আটকে পড়া ওই ছাত্রছাত্রীরা বাসে করে এসে নামে ডায়মন্ড হারবার জেলা পুলিশের বিষ্ণুপুর থানার ভাসা ১৪ নম্বরে পথের সাথী বাস স্ট্যান্ডে। সেখানে তাদের স্বাগত জানান জেলা পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা। ফেরত আসা ছাত্রছাত্রীদের শারীরিক পরীক্ষার পর অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় তাদের।
চরম উদ্বেগে দিন কাটছিল অভিভাবকদেরও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শেষ পর্যন্ত শুক্রবার রাতে বাড়ি ফিরল ৩৫ জন ছাত্রছাত্রী। রাত সাড়ে দশটা নাগাদ রাজ্যসরকারের ব্যবস্থাপনায় তাদের বাসটি এসে থামে ডায়মন্ডহারবার পুলিশ জেলার ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে বিষ্ণুপুরের পথের সাথী বাস স্ট্যান্ডে। সেখানে অপেক্ষা করছিলেন ওই ছাত্রছাত্রীদের উদ্বিগ্ন অভিভাবকরা। ভিনরাজ্য ফেরত ছাত্রছাত্রীদের থার্মাল স্কিনিং ও শারীরিক পরীক্ষানিরীক্ষা করেন চিকিৎসকরা।
দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং, সোনারপুর, চম্পাহাটি, ফলতা, ডায়মন্ডহারবার, রায়দিঘি, কাকদ্বীপ প্রভৃতি এলাকা থেকে রাজস্থানের কোটায় পড়তে গিয়েছিল ছাত্রছাত্রীরা।