সংবাদ ভাস্কর নিউজ : দেশজুড়ে তৃতীয় দফা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । লকডাউন পরিস্থিতিতে ঘর বন্দী অবস্থায় গোটা দেশবাসীর। দীর্ঘদিন লকডাউনের জন্য অনেক মানুষের রুটি রোজগার প্রায় বন্ধের পথে। এই অবস্থায় চলাকালীন বেহালায় গরিবদের হাতে দুমুঠো অন্ন তুলে দিতে এগিয়ে এলেন কলকাতা পুলিশ, বেহালা জেমস লং সরণি ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে অন্নদান। ভূপেন্দ্র রোড মরে আড্ডি বাগানের বস্তির উদ্দেশ্যে অন্নদান কলকাতা পুলিশের।
-Advertisement-
