সংবাদ ভাস্কর নিউজ দেস্কঃ করোনার সংকটজনক মুহূর্তের মাঝে ফুটে উঠছে অসংখ্য মানবিক মুখ। যাদের সাহায্য পেয়ে বেঁচে রয়েছেন বহু অসহায় দুঃস্থ মানুষ। এরকমই একটি প্রতিষ্ঠান হল মির্জাপুর বান্ধব সম্মিলনী। উত্তর কোলকাতার কলেজ স্কোয়ারের এই ক্লাবটি গত রবিবার প্রায় ৮০০ জন দুঃস্থ পরিবারকে ভাত, ডিম, এঁচোর চিংড়ি, রুই পোস্ত, দু রকমের ফল পেট ভরে খাওয়াল।
-Advertisement-
ক্লাবের কর্মকর্তা সঞ্জয় নন্দী জানান, এই উদ্যোগে বহু না খেতে পাওয়া মানুষের উপকার হয়েছে। তাঁরা এই কর্মসূচী লকডাউন শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে চান।