-Advertisement-

খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করলেন দিলীপ ঘোষ!

কলকাতা পশ্চিমবঙ্গ
ফাইল চিত্র

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ রেশন বন্টনের অব্যবস্থা ও দুর্নীতি নিয়ে আবার সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করে তিনি বলেন,” খাদ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন। মান-সম্মান থাকলে খাদ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।”

-Advertisement-

শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানিয়ে এসছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এই দলে ছিলেন মুকুল রায়, সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার প্রমুখ। রেশন বন্টনে দুর্নীতি, ত্রান বিলিতে পুলিশের বাধা প্রদান এগুলি ছিল অভিযোগের মুল বিষয়। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এই প্রসঙ্গে আক্রমন করেন রাজ্য সরকারকে। তিনি সমস্ত জেলার সভাপতি ও নেতা-কর্মীদের নিজেদের এলাকার রেশন দোকানগুলিতে খোঁজ নিতে বলেন এবং কোন দুর্নীতির দেখলেই সরাসরি কেন্দ্রের কাছে অভিযোগ জানাতে নির্দেশ দেন। এদিকে, বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে তিন মাসের বিদ্যুতের বিল মকুবের দাবিতে শনিবার বাড়িতেই বিজেপির যুব সংগঠন যুব মোর্চার নেতারা অবস্থান কর্মসূচি করেন।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-